ঢাকার উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেলের যন্ত্রাংশের প্রথম চালান আগামীকাল (মঙ্গলবার) মোংলা বন্দরে আসছে।

থাইল্যান্ডের পতাকাবাহী জাহাজ এমভি এসপিএম ব্যাংককে আসবে মূল্যবান এই যন্ত্রাংশ। এই যন্ত্রাংশ বন্দর জেটির ৯ নম্বর ইয়ার্ডে খালাস হবে।

জানা গেছে, আগামী ২০২২ সালের মধ্যে আরও ১৩৮টি রেলওয়ে কার আসবে। যন্ত্রাংশগুলো সব চলে আসার পর উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত পরীক্ষামূলকভাবে প্রথম মেট্রোরেল চলাচল শুরু করবে।

মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এ্যডমিরাল মোহম্মদ মুসা বলেন, প্রথমবারেরমত মোংলা বন্দর দিয়ে দেশের মেট্ররেলের (রেলওয়ে কার) যন্ত্রাংশ আসছে। এর আগে রুপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের যন্ত্রাংশ মোংলা বন্দর দিয়ে এসেছে। দিনে দিনে জাহাজ আগমনের সংখ্যা বাড়ছে। এতেই প্রমান করে মোংলা বন্দরের সক্ষমতা কত বেড়েছে।

 

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *