দেশে ফের করোনাভাইরাসের সংক্রমণ বাড়ছে। করোনার সংক্রমণ প্রতিরোধে নতুন করে ১৮ দফা নির্দেশনা দিয়েছে সরকার। এর মধ্যে একটি হল- অফিস-আদালতে ৫০ শতাংশ উপস্থিতি।
অফিস-আদালতে ৫০ শতাংশ উপস্থিতির বিষয়টি বাস্তবায়ন শুরু হয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।
তিনি বলেন, আমাদের মন্ত্রণালয় ৫০ শতাংশ উপস্থিতির বিষয়টি প্রায় শতভাগ বাস্তবায়ন করেছে। কারা অফিসে এসে কাজ করবে এবং কারা বাসায় থাকবে সেই রোস্টার করা হয়েছে।
ফরহাদ হোসেন বলেন, অন্যান্য মন্ত্রণালয়গুলোও বাস্তবায়ন করছে এবং এ হার প্রায় ৭০ শতাংশ। দুই-একদিনের মধ্যে এটি শতভাগ বাস্তবায়ন করা হবে।
তিনি আরও বলেন, অসুস্থ, গর্ভবতী ও যাদের বয়স ৫৫ বছরের বেশি বা যাদের ফুসফুসে সমস্যা রয়েছে তারা বাড়িতে থেকে অফিস (হোম অফিস) করবেন।