ডায়ালসিলেট ডেস্ক;:

আসন্ন মাহে রমজান উপলক্ষে সিলেটে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য বিক্রি শুরু হয়েছে। সিলেট শহরের ৮ এলাকাসহ বিভাগের ২৭ এলাকায় বৃহস্পতিবার (১ এপ্রিল) থেকে ট্রাকসেলের মাধ্যমে পণ্য বিক্রি শুরু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বভাগের মৌলভীবাজার শেরপুর টিসিবি আঞ্চলিক কার্যালয়ের অফিস প্রধান মো. ইসমাইল মজুমদার।

তিনি জানান, প্রতিদিন ট্রাকসেলে তেল, ডাল, চিনি, ছোলা, পেঁয়াজ ও খেঁজুর বিক্রি হবে। তবে, পেঁয়াজ ছাড়া অন্যান্য পণ্যে আগের চেয়ে দাম কিছুটা বাড়ানো হয়েছে। প্রতি লিটার তেলের দাম ১০০ টাকা, ডাল ও চিনি ৫৫ টাকা, ছোলা ৫৫ কেজি দরে এবং খেজুরের দাম ৮০ টাকা নির্ধারণ করেছে টিসিবি।

টিসিবি অফিস আরও জানায়, সিলেট শহরে প্রতিদিন ৮ পয়েন্ট টিসিবির পণ্য বিক্রি হবে। এলাকাগুলো হচ্ছে- মদিনা মার্কেট, আলিয়া মাদরাসা মাঠ, রিকাবীবাজার, টিলাগড় পয়েন্ট, আম্বরখানা পয়েন্ট, রেজিস্ট্রারি মাঠ, বাগবাড়ী পিডিবি ও শাহী ঈদগাহ।

মৌলভীবাজার, সুনামগঞ্জ ও হবিগঞ্জের জেলা শহরে প্রতিদিন দুইটি করে ৬টি ট্রাক নির্ধারিত পয়েন্টে টিসিবি পণ্য বিক্রি করছে। তবে এই তিন জেলা শহরে আরও ট্রাকসেল বাড়ানো হবে বলে জানিয়েছে টিসিবি কতৃপক্ষ।

এছাড়া প্রতিদিন সিলেট বিভাগের ১৩ টি উপজেলায় টিসিবি পণ্য বিক্রি হবে। স্থানীয় ডিলার সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশ অনুযায়ী স্থান নির্ধারণ করে পণ্য বিক্রি করবে।

টিসিবি জানায়, বৃহস্পতিবার থেকে ট্রাকসেলে একজন ক্রেতা দিনে সর্বোচ্চ ৪ কেজি চিনি, ২ কেজি মসুর ডাল, ৫ লিটার সয়াবিন তেল এবং ২০ টাকা দরে পাঁচ কেজি পেঁয়াজ কিনতে পারবেন। এছাড়া রমজান উপলক্ষে দুই কেজি ছোলা ৫৫ টাকা দরে এবং এক কেজি খেজুর ৮০ টাকা দরে পাবেন।

সূত্র জানায়, সিলেট বিভাগে ১৬১ জন টিসিবি ডিলার রয়েছেন। পর্যায়ক্রমে ডিলারগণ ট্রাক সেলের মাধ্যমে টিসিবি পণ্য বিক্রি করবেন। তবে, পণ্য মজুদের উপর ভিত্তি করে ট্রাকসেল বাড়ানো বা কমানো হতে পারে বলে জানিয়েছেন টিসিবি’র আঞ্চলিক কর্মকর্তা মো. ইসমাইল মজুমদার। তিনি জানান, রমজানে যেসব পণ্যের বেশি চাহিদা থাকে, সেগুলো ১০ থেকে ১২ শতাংশ টিসিবির মজুত রয়েছে। রমজান উপলক্ষে সংস্থাটি সাশ্রয়ী মূল্যে ২৬ হাজার ৫০০ টন ভোজ্যতেল, ১৮ হাজার টন চিনি, ১২ হাজার টন মসুর ডাল, ৮ হাজার টন ছোলা, ৬ হাজার টন পেঁয়াজ বিক্রি করবে।

তিনি বলেন, নিত্যপণ্যের দাম বাড়তি থাকার কারণে পণ্য বিক্রি কার্যক্রম বাড়িয়েছে টিসিবি। রমজানে যেসব পণ্যের বেশি চাহিদা থাকে সেগুলো টিসিবির মাধ্যমে বিক্রি করা হচ্ছে। তবে ডিলার ব্যতিত টিসিবি পণ্য সামগ্রী বিক্রয় দন্ডণীয় অপরাধ।

সবাইকে করোনা স্বাস্থ্যবিধি মাস্ক ব্যবহার, সামাজিক দুরত্ব মেনে পণ্য বিক্রি ও ক্রয় করার করার নির্দেশনা রয়েছে জানিয়ে তিনি স্বাস্থ্যবিধি মেনে সবাইকে পণ্য ক্রয়বিক্রির অনুরোধ জানান।

এর আগে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে গত ১৭ মার্চ থেকে খোলাবাজারে প্রথম ধাপে পণ্য বিক্রি করেছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *