ডায়ালসিলেট ডেস্ক;:

ঢাকার চকবাজার এলাকার ইসলামবাগের ‘ইসলামবাগ জামেয়া ইসলামিয়া মাদরায়া’য় তল্লাশি চালিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ সময় শতাধিক চাকু উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ। মাদরাসা কর্তৃপক্ষের দাবি, সেগুলো কোরবানির ঈদের সময় ব্যবহার করা হয়।

বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে এ অভিযান শুরু হয়।

এ সম্পর্কে ঢাকা মহানগর পুলিশের লালবাগ বিভাগের অতিরিক্ত উপকমিশনার (চকবাজার) কুদরত ই খোদা গণমাধ্যমকে জানান, সেখান থেকে শতাধিক চাকু উদ্ধার করা হয়েছে। চাকুগুলো এখন পুলিশ হেফাজতে থাকবে। প্রয়োজন হলে কোরবানির ঈদের সময় সেগুলো ফেরত দেওয়া হবে।

জানা যায়, পুরান ঢাকার বড় কওমি মাদরাসাগুলোর একটি জামেয়া ইসলামিয়া ইসলামবাগের পরিচালনায় জড়িতরা হেফাজতে ইসলামেরও নেতত্বে রয়েছেন।

পুলিশ সূত্র জানায়, আগামীকাল শুক্রবার হেফাজতের কর্মসূচি রয়েছে। সেই কর্মসূচি ঘিরে মাদরাসাটি থেকে নাশকতা চালানো হতে পারে বলে তথ্য রয়েছে। তার ভিত্তিতে গোয়েন্দা পুলিশকে সঙ্গে নিয়ে অভিযান করা হয়। যাতে আর কোনো সহিংসতা না ঘটে, সে জন্য সতর্ক ও কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *