ডায়ালসিলেট ডেস্ক::সিলেটে মেডিকেল ভর্তি পরীক্ষায় স্বাস্থ্যবিধি উপেক্ষিত হয়েছে।
আজ শুক্রবার একযোগে সারাদেশে শুরু হওয়া মেডিকেল ভর্তি পরীক্ষায় সিলেটের কেন্দ্র সমূহের বাহিরে মানা হল না স্বাস্থ্যবিধি। নেই সামাজিক দূরত্বও।
সরেজমিনে দেখা গেছে সিলেট ওসমানী মেডিকেল কলেজ ও সিলেট সরকারি মহিলা কলেজ কেন্দ্রের বাইরে অপেক্ষমান অভিভাবক ও স্বজনদের উপচেপড়া ভীড়।
মুখে মাস্ক ছিল না বেশীরভাগের। এতে বিষ্ময় সিলেটের সচেতন সমাজ।
এব্যাপারে সিলেটের সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মণ্ডল বলেন, স্বাস্থ্যবিধি না মানলে করোনা বাড়বে।
