ডায়ালসিলেট;: দক্ষিণ সুরমার জালালপুরে র্যাব অভিযান চালিয়ে ২ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা সিএনজি অটোরিকশা ছিনতাইকারী চক্রের সদস্য বলে র্যাব জানায়। শুক্রবার (২ এপ্রিল) মোগলাবাজার থানা পুলিশ গ্রেফতারকৃতদের মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে। এরআগে বৃহস্পতিবার গোপন তথ্যের ভিত্তিতে জালালপুর ইউনিয়নের সমসপুর গ্রামে র্যাব অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হচ্ছে- দক্ষিণ সুরমা থানার আজমতপুর গ্রামের মৃত তৈমুছুর রহমানের ছেলে শাহ আলম মিটু (২৮) ও জালালাবাদ থানাধীন লামারগাঁও গ্রামের ফরিজ উদ্দিনের ছেলে রুবেল আমিন (২৯)।
বিষয়টি নিশ্চিত করেন র্যাব-৯ এর এএসপি (গণমাধ্যম) ওবাইন। তিনি বলেন, গোপন তথ্যে র্যাব অভিযান চালিয়ে সিএনজি অটোরিকশা চোর চক্রের ২ সদস্যকে গ্রেফতার করেছে।