ডায়ালসিলেট ডেস্ক;:দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সিলেট নগরীতে হেফাজতে ইসলাম বাংলাদেশ এর বিক্ষোভ মিছিল-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে৷আজ শুক্রবার (০২ এপ্রিল) বাদ জুমা সিলেট কেন্দ্রীয় জামে মসজিদ থেকে মিছিল বের হয়।পরে কালেক্টরেট জামে মসজিদের সামনে এসে সমাবেশে মিলিত হন হেফাজত নেতাকর্মীরা।এসময় আশপাশের অন্যান্য মসজিদ থেকে মুসল্লিরা মিছিল নিয়ে হেফাজতের বিক্ষোভ সমাবেশে অংশ নেন।হেফাজতের কেন্দ্রীয় নাইবে আমীর দরগাহ মাদরাসার মুহতামিম আল্লামা মুহিব্বুল হক গাছবাড়ির সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন-মাওলানা খলিলুর রহমান, মাওলানা সামিউর রহমান মুসা, মাওলানা নজরুল ইসলাম, মাওলানা আখতারুজ্জামান, মাওলানা কবির আহমদ প্রমুখ।প্রসঙ্গত, গত ২৮ মার্চ হেফাজতের হরতাল শেষে সন্ধ্যায় দোয়া ও বিক্ষোভ কর্মসূচীর ঘোষণা করা হয়েছিল।