আর্ন্তজাতিক ডেস্ক ::

উত্তরবঙ্গে প্রচার শুরু করে শুক্রবার ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দাবি করলেন নন্দীগ্রামে হেরে গেছেন মমতা। নন্দীগ্রামে ভোট শেষ। আর সেখান থেকেই মমতা বিদায়ের ঘণ্টা বাজল। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আরো বলেন, ২ মে দিদি যাচ্ছেন, উত্তরবঙ্গে উন্নয়ন আসছে।

তিনি আরো বলেন, দু’দফার নির্বাচনের ৬০টি আসনের মধ্যে ৫০টি আসনেই জিতছে বিজেপি।কুচবিহারের শীতলকুচিতে দাঁড়িয়ে অমিত শাহ আরো বলেন, ‘আপনারা অনুপ্রবেশকারী নিয়ে দুশ্চিন্তায় আছেন তো? দিদি থাকলে অনুপ্রবেশকারীর সমস্যা মিটবে না। বিজেপি এলে এগুলো সব বন্ধ করে দেবে।

অমিত শাহর এই দাবিতে মমতা একেবারেই বিচলিত হননি। বৃহস্পতিবার (১ এপ্রিল) দুপুরে ভোট চলাকালীন মমতা জানিয়েছিলেন, জয় নিয়ে নিশ্চিত তিনি। শুক্রবার উত্তরবঙ্গের ফালাকাটার সভা থেকেও সে কথাই জানালেন মমতা। আমি জিতছি নন্দীগ্রামে, বলেন মমতা।

পাশাপাশি আমজনতাকে বললেন, তৃণমূলের আরো ১৯৯ জন প্রার্থীকে জেতাতে হবে। কারণ, নাহলে সরকার গঠন করতে পারবে না তৃণমূল। পাশাপাশি বিজেপি ও কেন্দ্রীয় বাহিনীকে একহাত নেন তিনি। ফালাকাটাবাসীকে সতর্ক করে বলেন, ‘গতকাল নন্দীগ্রামে দেখেছি কেন্দ্রীয় বাহিনীর দাপট। নির্বাচনের ৪৮ ঘণ্টা আগে প্রচার বন্ধ হওয়ার পর কেন্দ্রীয় বাহিনী ভয় দেখাতে পারে। ওসবকে গুরুত্ব দেবেন না।

 

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *