ডায়ালসিলেট::

সিলেটে যুক্তরাজ্যের করোনার নতুন স্ট্রেইন শনাক্ত হয়েছে অনেক। নতুন করে দেশজুড়ে তান্ডব চালাচ্ছে আফ্রিকান করোনা স্ট্রেইন। ফলে সিলেটজুড়ে আতঙ্ক ও শঙ্কা বিরাজ করছে। এই শঙ্কার মধ্যে আবারও লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। ইতোমধ্যে মোট শনাক্তের সংখ্যা ২০ হাজার ছাড়িয়েছে। সঙ্গে বাড়ছে মৃত্যুর সংখ্যাও। গত ২৪ ঘন্টায় করোনায় সিলেটে আরও দুই জনের মৃত্যু হয়েছে। এতে সিলেট বিভাগে মোট মৃত্যুর সংখ্যা ৩২১ জনে দাঁড়িয়েছে। এ সময়ে বিভাগে আরও ১২৪ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন। বিপরীতে সুস্থ হয়েছেন ১৮৮ জন রোগী।

নতুন শনাক্তদের মধ্যে ১১০ জনই সিলেট জেলার বাসিন্দা। এছাড়া সুনামগঞ্জ জেলার ৪ জন, হবিগঞ্জ জেলার ১ জন এবং মৌলভীবাজার জেলার ৯ জন রয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, আজ শুক্রবার (২৩ এপ্রিল) সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ২০ হাজার ৭২ জন। এর মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ১২ হাজার ৮২১ জন, সুনামগঞ্জে ২ হাজার ৭০২ জন, হবিগঞ্জে ২ হাজার ২৮৫ জন ও মৌলভীবাজারে ২ হাজার ২৬৪ জন রয়েছেন।

সিলেট বিভাগে এ পর্যন্ত ৩২১ জন করোনাভারাইরাসে আক্রান্ত রোগী মারা গেছেন। মৃতদের মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ২৫১ জন, সুনামগঞ্জে ২৬ জন, হবিগঞ্জে ১৮ জন এবং মৌলভীবাজার জেলায় ২৬ জন রয়েছেন।

বিভাগে এ পর্যন্ত ১৮ হাজার ১২৯ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। এর মধ্যে সিলেট জেলায় ১১ হাজার ৬৯৮ জন, সুনামগঞ্জের ২ হাজার ৫৮৫ জন, হবিগঞ্জের ১ হাজার ৭৭০ জন এবং মৌলভীবাজার জেলার ২ হাজার ৭৬ জন।

করোনাভাইরাসে আক্রান্ত ২৯৬ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে সিলেটের বিভিন্ন হাসপাতালে ২৭৪ জন, সুনামগঞ্জের হাসপাতালে ৫ জন, হবিগঞ্জের হাসপাতালে ১৩ জন এবং মৌলভীবাজারের হাসপাতালে ৪ জন চিকিৎসাধীন রয়েছেন।

 

এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া বলেন, ‘গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন১২৪ জন এবং সুস্থ হয়ে উঠেছেন আরও ১৮৮ জন। এ সময়ে সিলেট বিভাগে দুইজনের মৃত্যু হয়েছে।’

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *