সিলেটে গত ২৪ ঘন্টায় করোনায় মৃত্যুরবণ করেছেন ৮ জন। যার মধ্যে সকলেই সিলেট জেলার । এতে আক্রান্ত হয়েছেন ৪৫জন। এনিয়ে সিলেট বিভাগজুড়ে মোট মৃতের সংখ্যা দাড়লো ৩৩২জন এবং আক্রান্ত রয়েছেন ২০হাজার ২৩২জন।

বিষয়টি রবিবার (২৪ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এর মধ্যে গত ২৪ ঘন্টায় যেসব জেলায় করোনায় ৪৫ জন আক্রান্ত হয়েছেন তার মধ্যে সিলেটে ১৮ জন, সুনামগঞ্জে ১০ জন ও হবিগঞ্জে ২ জন হয়েছেন। এদিকে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ১৫ জন। এতে সুস্থ হয়েছেন ১২৯জন। তার মধ্যে সিলেট ১২৮ এবং মৌলভীবাজারের  ১ জন। এনিয়ে সিলেট বিভাগজুড়ে মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৮ হাজার ৪৪৩জন।

সিলেট বিভাগজুড়ে  যেসব জেলা করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন সেগুলো।  সিলেট জেলার ২৬১ জন, সুনামগঞ্জে ২৬ জন, হবিগঞ্জে ১৮ জন ও মৌলভীবাজারের ২৭ জন।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *