আন্তর্জাতিক ডেস্ক ::

কোভিড-১৯ পরিস্থিতির কারণে ভারতের স্থল পথে চলাচল বন্ধ ঘোষণা করেছে সরকার। এই ঘোষণা ২সপ্তাহের জন্য বলবৎ থাকবে।  আজ রবিবার সরকারের উচ্চ পর্যায় থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। আগামীকাল সোমবার (২৬ এপ্রিল) থেকে ১৪ দিন সীমান্ত বন্ধ থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন।

এদিকে ভারতের স্বাস্থ্য ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়ার আশঙ্কা করা হচ্ছে। দেশটির বিভিন্ন প্রান্তে অক্সিজেনের চরম সংকট দেখা দিয়েছে। জ্বালানো হচ্ছে গণচিতা। জায়গা মিলছে না হাসপাতালের মর্গে।

জানা গেছে, ভারতে করোনাভাইরাস পরিস্থিতি ভয়ঙ্কর রূপ ধারণ করায় সরকার এই পদক্ষেপ নিয়েছে। দেশটির সঙ্গে কাল সোমবার থেকে স্থল পথে চলাচল বন্ধ থাকবে ১৪ দিন। এর আগে থেকেই দেশটির সঙ্গে আকাশপথে চলাচল বন্ধ হয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন গণমাধ্যমকে বলেন, ভারতে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় এ সিদ্ধান্ত হয়েছে। এই ১৪ দিন মানুষের যাতায়াত বন্ধ থাকলেও পণ্যবাহী যানবাহন চলবে।

 

এদিকে, বেঙ্গল ভ্যারিয়েন্ট নামে অত্যন্ত মারাত্মক সংক্রমণ চলে এসেছে ভারতে। এই ভ্যারিয়েন্টের চারদিকে সংক্রমণ করার প্রায় ৩০০ গুণ ক্ষমতা রয়েছে বলে জানিয়েছেন আজ বিকেলে স্বাস্থ্য অধিদফতরের মুখপাত্র ও লাইন ডিরেক্টর (অসংক্রামক ব্যাধি নিয়ন্ত্রণ) অধ্যাপক ডা. রোবেদ আমিন বিষিয়টি গণমাধ্যমকে জানান।

তিনি বলেন, ভারতে অসম্ভব রকমের করোনার সংক্রমণ ঘটছে, হাজার হাজার মানুষের মৃত্যুবরণ করছেন। ভারতে যে দুটো ভ্যারিয়েন্ট পাওয়া গেছে ডাবল বা ত্রিপল মিউটেশন ভাইরাস, তা সারাবিশ্বে বিস্ময় হিসেবে দেখা দিয়েছে। ভারতের এই ডাবল কিংবা ত্রিপল মিউটেশন ভাইরাস যেন কোনোভাবেই আমাদের বাংলাদেশে আসতে না পারে সেজন্য সবাইকে সতর্কতা অবলম্বন করতে হবে।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *