ডায়ালসিলেট ডেস্ক ::
মহান মে দিবস উপলক্ষে সিলেট জেলা অটো রাইস মিল শ্রমিক কর্মচারী ট্রেড ইউনিয়নের উদ্যোগে শনিবার সকাল ১১টায় ট্রেড ইউনিয়নের কার্যালয়ে স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ট্রেড ইউনিয়নের সভাপতি মো. জাফর মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল আলিমের পরিচালায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় শ্রমিকলীগের কার্যনির্বাহী সদস্য, সিলেট মহানগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ও শ্রম আদালত সিলেটের শ্রমিক প্রতিনিধি নাজমুল আলম রোমেন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মিজানুর রহমান, প্রদিপ দাস, জাইদ হোসেন, শফিকুর রহমান, আবুল হোসেন, রবিন আহমদ, শাহাবুদ্দিন, ফয়সল আহমদ, বাসির উদ্দিন, জাকির হোসেন প্রমুখ।