ডায়ালসিলেট ডেস্ক;:রাজধানীর পল্টন থানার দুই মামলায় হেফাজতে ইসলামের আলোচিত নেতা মাওলানা মামুনুল হকের বিরুদ্ধে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ ৪ঠা মে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সত্যব্রত সিকদারের আদালত শুনানি শেষে এ রিমান্ড আবেদন মঞ্জুর করেন। মামুনুল হকের আইনজীবী সৈয়দ জয়নাল আবেদীন মেজবাহ ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন। সাত দিনের রিমান্ড শেষে আজ সকালে মামুনুল হককে আদালতে হাজির করা হয়।  পরে চলতি বছরের মার্চে বায়তুল মোকাররমে হেফাজতের তাণ্ডবের ঘটনায় পল্টন থানায় করা ৬০(৩)২১ ধারার মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে দশ দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ। অপরদিকে এ ঘটনায় পল্টন থানায় করা ৫৭(৩)২১ ধারার মামলার সুষ্ঠু তদন্তের জন্য মামুনুলের সাত দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ। উভয় মামলায় ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সত্যব্রত সিকদারের আদালতে শুনানি হয়। শুনানি শেষে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
উল্লেখ্য, গত ১৮ই এপ্রিল রাজধানীর মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া মাদরাসা থেকে দুপুর সাড়ে ১২টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর দুদফায় ১৪ দিন রিমান্ড ভোগ তিনি।।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *