জাতীয় ডেস্ক ::
প্রথম চালানে এক টন পান যাচ্ছে যুক্তরাজ্যে। শ্যামপুরে সেন্ট্রাল প্যাকিং হাউসে আগামীকাল পান রপ্তানি কার্যক্রমের উদ্বোধন করবেন কৃষিমন্ত্রী।
দীর্ঘ ছয় বছর আট মাস পর বাংলাদেশের পান আবার বৈধভাবে ইউরোপে যাচ্ছে। প্রথম চালানে কাল বুধবার প্রায় এক টন পান যুক্তরাজ্যের উদ্দেশে রওনা হবে। এর মাধ্যমে পানের হারানো বাজার ফিরে পাওয়ার প্রত্যাশা করছেন রপ্তানিকারকেরা।
বাংলাদেশি পানে ক্ষতিকর স্যালমোনেলা ব্যাকটেরিয়ার অস্তিত্ব পাওয়ায় ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) র্যাপিড অ্যালার্ট সিস্টেম ফর ফুড অ্যান্ড ফিড (আরএএসএফএফ) ২০১৪ সালের ২৯ জুলাই বাংলাদেশি পান আমদানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। প্রথমে এক বছর নিষিদ্ধ করলেও পরে সময় বাড়ানো হয়।