বিনোদন ডেস্ক::আমির কন্যা ইরা খানের সঙ্গে তার ফিটনেস কোচ নুপুরের প্রেম কানোঘোষা কম হয়নি। চলতি বছর ফেব্রুয়ারি মাসে নুপুর শিখরের সঙ্গে নিজের সম্পর্কের কথা সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করেন ইরা। এরপর থেকে প্রায়শই প্রেমিকের সঙ্গে নিজের ঘনিষ্ঠ মুহূর্তের নানা ছবি আপলোড করছেন ইরা। সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন তিনি। সেই ভিডিওতে তার এবং নুপুরের নানান মিষ্টি মুহূর্তের ছবি আছে। ঘনিষ্ঠ মুহূর্ত থেকে শুরু করে শরীরচর্চা, আবার কখনো বা দূরে কোনো নির্জন প্রান্তরে শুধু তাদের কোয়ালিটি টাইম কাটানোর মুহূর্ত ধরা পড়েছে সেই ভিডিওতে। প্রেমিককে তার জীবনের অন্যতম ভরসার জায়গা উল্লেখ করতেও ভোলেননি তিনি এই ভিডিওর ক্যাপশনে। নুপুরের প্রতি তার অগাধ ভরসার কথা এর আগেও সোশ্যাল মিডিয়ায় একাধিকবার বলেছেন ২৩ বছরে পা রাখা ইরা খান।

কীভাবে নুপুরের সঙ্গ ধীরে ধীরে তাকে বদলে দিয়েছে, নিজের প্রতি হারানো বিশ্বাস ফিরিয়ে এনেছে সে কথাও জানিয়েছেন আমিরকন্যা। সোশ্যাল মিডিয়ায় দেয়ালে মজা করে প্রেমিককে নানান মজার নামে ডাকার পাশাপাশি ‘স্বপ্নের পুরুষ’ লিখতেও পিছপা হননি ইরা।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *