ডায়ালসিলেট ডেস্ক : দোয়ারাবাজার থানার পুলিশ পরিদর্শক (ওসি) মোহাম্মদ নাজির আলমকে বদলি করা হয়েছে। মঙ্গলবার বাংলাদেশ পুলিশ হেডকোয়র্টার্সের অ্যাডিশনাল আইজি ড. মো. মইনুর রহমান চৌধুরী স্বাক্ষরিত (এএন্ডও) আদেশে তাকে বদলি করা হয়।
একইসঙ্গে এ আদেশ অবিলম্বে কার্যকর করে ইন্ডাস্ট্রিয়াল পুলিশে সংযুক্ত করা হয়েছে। আদেশের অনুলিপি পুলিশের অন্য দায়িত্বশীল দপ্তরসহ সুনামগঞ্জ পুলিশ সুপারকেও প্রেরণ করা হয়েছে।
মঙ্গলবার রাতে জানতে চাইলে পুলিশ পরিদর্শক (ওসি) মোহাম্মদ নাজির আলম তার বদলির আদেশ প্রাপ্তির বিষয়টি স্বীকার করেন।
২০২০ সালের ২৩ আগস্ট দোয়ারাবাজার থানায় ওসি হিসাবে যোগদান করেন মোহাম্মদ নাজির আলম।