ডায়ালসিলেট ডেস্ক::

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৭৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ১৪ হাজার ৫৩ জনে। নতুন করে রোগী শনাক্ত হয়েছে ৪ হাজার ৩৩৪ জন। মোট শনাক্ত ৮ লাখ ৮৩ হাজার ১৩৮ জনে দাঁড়িয়েছে। ২৪ ঘণ্টায় ৩ হাজার ২৯৫ জন এবং এখন পর্যন্ত ৮ লাখ ৮৫৪ জন সুস্থ হয়ে উঠেছেন।

আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে আরো জানানো হয়, ৫৫৪টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ১৯ হাজার ৮৪৪টি নমুনা সংগ্রহ এবং ১৯ হাজার ২৬২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ৬৪ লাখ ৮২হাজার ৩৮১টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

২৪ ঘণ্টায় শনাক্তের হার ২২ দশমিক ৫০ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯০ দশমিক ৬৮ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৫৯শতাংশ।।

এম/

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *