ডায়ালসিলেট ডেস্ক::

গত ২৪ ঘন্টায় সিলেটে করোনা আক্রান্ত হয়েছেন আরও ৯৯ জন । একই সময়ে বিভেগে করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন আরও ৫জন।

রবিবার (২৭ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘন্টায় শনাক্ত ৯৯ জন রোগীর মধ্যে ৭৫ জনই সিলেট জেলার বাসিন্দা। বাকিদের মধ্যে সুনামগঞ্জের ৯ জন, হবিগঞ্জের ৮ জন এবং মৌলভীবাজারের ৭ জন রয়েছেন।

এ নিয়ে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ২৫ হাজার ২৮ জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে সিলেট জেলায় ১৬ হাজার ৫৬৬ জন, সুনামগঞ্জে ২ হাজার ৯৪৩ জন, হবিগঞ্জে ২ হাজার ৬৪১ জন ও মৌলভীবাজারে ২ হাজার ৮৭৮ জন রয়েছেন।

এ সময়ে সিলেটে ৮২ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। সুস্থদের মধ্যে ৬৪ জন সিলেট জেলার, ১১ জন হবিগঞ্জ ও ৭ জন মৌলভীবাজার জেলার বাসিন্দা।

এ পর্যন্ত ২৩ হাজার ২৭৩ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। এর মধ্যে সিলেট জেলায় ১৫ হাজার ৭৭৬ জন, সুনামগঞ্জে ২ হাজার ৮০৯ জন, হবিগঞ্জ জেলায় ২ হাজার ১০৯ জন ও মৌলভীবাজারে ২ হাজার ৫৭৯ জন।

সিলেট বিভাগে এ পর্যন্ত ৪৬৭ জন করোনাভারাইরাসে আক্রান্ত রোগী মারা গেছেন। মৃতদের মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৩৮১ জন, সুনামগঞ্জে ৩২ জন, হবিগঞ্জে ১৯ জন এবং মৌলভীবাজার জেলায় ৩৫ জন রয়েছেন।

করোনাভাইরাসে আক্রান্ত ৩২৯ জন রোগী বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে সিলেটের বিভিন্ন হাসপাতালে ৩১১ জন, সুনামগঞ্জের হাসপাতালে ৬ জন, হবিগঞ্জের হাসপাতালে ২ ও মৌলভীবাজারের হাসপাতালে ১০ জন চিকিৎসাধীন রয়েছেন।

এম/

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *