ডায়ালসিলেট ডেস্ক :: কুমিল্লার চান্দিনা উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে পড়ে চালক ও তার সহকারী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও চারজন। সোমবার (২৮ জুন) ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- চালক আবুল মতিন (৬০) নোয়াখালীর সোনামুড়ি উপজেলার নজরপুর গ্রামের মৃত আবদুস সামাদের ছেলে ও একই এলাকার হেলপার মো. রাফি (২২)।

ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই মো. সালেহ আহাম্মদ জানান, দাউদকান্দি থেকে ছেড়ে আশা সিডিএম পরিবহনের একটি বাস (বরিশাল-ব-১১-০০২৬) নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই বাসচালক ও তার সহকারীর মৃত্যু হয়। এ সময় আহত হয়েছেন আরও চারজন।

আহতদের উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অবস্থা গুরুতর হওয়ায় একজনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে (কুমেক) স্থানান্তর করা হয়েছে।

ডায়ালসিলেট/এম/এ

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *