বিনোদন ডেস্ক;:‘বাহুবলী’ খ্যাত দক্ষিণ ভারতীয় সিনেমার জনপ্রিয় অভিনেত্রী আনুশকা শেঠি। পর্দায় নানা চরিত্রে হাজির হয়েছেন। এই অভিনেত্রীকে এবার ‘সিঙ্গেল মাদার’ চরিত্রে দেখা যাবে। জানা গেছে, সম্প্রতি আনুশকা এই নারীকেন্দ্রিক সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন। এতে তাকে যমজ সন্তানের সিঙ্গেল মাদার চরিত্রে দেখা যাবে। সিনেমাটির গল্পে, বিয়ের মাত্র ৪ দিনের মাথায় আনুশকার স্বামী মারা যান। পরবর্তী সময়ে আনুশকা জানতে পারেন তিনি অন্তঃসত্ত্বা। এরপর নানা প্রতিকূলতার মধ্যে যেতে হয় তাকে।
সিনেমাটি পরিচালনা করবেন একজন জনপ্রিয় তামিল পরিচালক। বিষয়টি আনুশকা
নিজেই জানিয়েছেন।
এম/