স্পোর্টস ডেস্ক;: আগেই শেষ আট নিশ্চিত করা আর্জেন্টিনার জন্য ম্যাচটি ছিল নিয়মরক্ষার। তবে লিওনেল মেসির জন্য ম্যাচটি ছিল ক্যারিয়ারের অন্যতম বিশেষ ম্যাচ। বলিভিয়ার বিপক্ষে ম্যাচটিতে মেসি গড়েছেন নতুন মাইলফলক।
হাভিয়ের মাসচেরানোকে ছাড়িয়ে আর্জেন্টিনার জার্সিতে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডটি নিজের করে নিয়েছেন মেসি। ছয়বারের বর্ষসেরা জাতীয় দলের হয়ে ১৪৮তম ম্যাচে জোড়া গোল করলেন, একটি গোলে রাখলেন অবদান।
বলিভিয়াকে ৪-১ গোলে উড়িয়ে দিয়ে কোপা আমেরিকার শেষ আটের লড়াইয়ে নামবে আর্জেন্টিনা। সেখানে ১৪ বারের চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ ইকুয়েডর। কুইয়াবার অ্যারেনা পানতানালে আর্জেন্টিনার অন্য গোল দুটি করেছেন আলেহান্দ্রো গোমেজ ও লাওতারো মার্তিনেজ। বলিভিয়ার গোলদাতা এরউইন সাভেদ্রা।।
এম/