মৌলভীবাজার প্রতিনিধি ::  মৌলভীবাজারের আকবরপুর এলাকায় সড়ক দূর্ঘটনায় কুলাউড়া উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক আব্দুল মুহিত সবুজসহ ২জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও ৩ জন।

পুলিশ ও স্থানীরা জানান, বৃহস্পতিবার সকাল ৮টার দিকে ফল ও সবজি বোঝাই মিনি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে খাদে পরে গেলে ঘটনাস্থলে ২ জন নিহত হন।নিহতদের মধ্যে ১ জন কুলাউড়া উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক আব্দুল মুহিত সবুজ এবং অপরজনের পরিচয় এখনও পাওয়া যায়নি।

পরে আশংকাজনক অবস্থায় আহত চালক সহ আরো ৩ জনকে ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যার সদর হাসপাতালে ভর্তি করে। এদের মধ্যে একজনকে সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

মৌলভীবাজার মডেল থানার ওসি ইয়াসিনুল হক জানান, ফল ও সবজি বোঝাই মিনি ট্রাকটি ঢাকা থেকে আসছিল। আহত ও নিহতরা সবাই মিনি ট্রাকে ছিলেন।

 

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *