ডায়ালসিলেট ডেস্ক::

মৌলভীবাজারের কমলগঞ্জে বাড়ির লোকজনের অগোচরে ৪ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার সকালে কমলগঞ্জের মাধবপুর ইউনিয়নের মদনমোহনপুর চা বাগানের রিকিয়াশন পাড়ায় এ ঘটনাটি ঘটে।

শিশুর বাবা ও মা জানান, ছেলে-মেয়েকে বাড়িতে রেখে চা-বাগানে কাজ করতে যাই। পরে ঘরে আমার মেয়ে (৪) একা ছিল, ছেলে ঘরের বাহিরে ছিল। এ সময় চা-বাগানের সিতারাম ভরের ছেলে বখাটে মোহনলাল ভর (৩৫) ঘরে প্রবেশ করে ধর্ষণের চেষ্ঠা করে। তখন আমার ছেলে (৮) ঘরে প্রবেশ করে দেখে মেয়েটির পড়নের কাপড় ছাড়া শুয়ে ছিলো। ছেলেকে দেখে লম্পট মোহনলাল পেছন এর দরজা দিয়ে পালিয়ে যায়।

মা আরও বলেন, আমি ও আমার স্বামী কাজ শেষে সন্ধ্যা বাড়িতে ফিরে এ ঘটনা জানা জানিয়ে স্থানীয় চেয়ারম্যান মেম্বারকে খবর দিলে তারা ঘটনাস্থলে আসেন। পরে থানার উপ-পরিদর্শক এসআই পবিত্র শেখর দাশ ও মহাদেব বাছাড় ঘটনাস্থল পরিদর্শন করেন।

 

কমলগঞ্জ থানার উপ-পরিদর্শক ফজলে এলাহী বলেন, প্রাথমিকভাবে ঘটনার সত্যতা পাওয়া গেছে। এঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

এম/১

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *