ডায়ালসিলেট ডেস্ক::সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৫ জনের প্রাণহানি হয়েছে। এ নিয়ে বিভাগে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো ৫২৯ জনে। একই সময়ে সিলেট বিভাগে আরও ৩৭৫ জনের দেহে মরণব্যাধি করোনা শনাক্ত হয়েছে।

সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে সোমবার (১২ জুলাই) এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বিভাগে রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৩৭৫ জনের দেহে করোনাভাইরাসের অস্তিত্ব শনাক্ত হয়েছে। তাদের নিয়ে সিলেট বিভাগে মোট করোনা প্রমাণিত রোগীর সংখ্যা দাঁড়ালো ২৯ হাজার ৯১৮ জনে। যাদের মধ্যে সিলেট জেলায় ১৭ হাজার ২৭৭ জন, সুনামগঞ্জে ৩ হাজার ৩৭৪ জন, হবিগঞ্জ জেলায় ৩ হাজার ২১০ জন, মৌলভীবাজারে ৩ হাজার ৬৯১ জন ও সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ২ হাজার ৩৬৬ জন।

গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে শনাক্ত হওয়া ৩৭৫ জন করোনা আক্রান্ত রোগীর ২০২ জনই সিলেট জেলার বাসিন্দা। এছাড়া বিভাগে সুনামগঞ্জ জেলার ৩০ জন, হবিগঞ্জের ৩৬ জন ও মৌলভীবাজার জেলার বাসিন্দা ২৪ জন। এদিকে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও ৫৯ জন রোগীর করোনা শনাক্ত হয়েছে।

সর্বশেষ তথ্যানুযায়ী, সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৫ জন করোনা রোগী। যাদের ২ জন সিলেট, ২ জন সুনামগঞ্জ ও একজন হবিগঞ্জ জেলার বাসিন্দা। এনিয়ে বিভাগে মৃত্যুবরণকারীর সংখ্যা ৫২৯ জনে দাঁড়াল। এর মধ্যে সিলেট জেলার ৪২৬ জন, সুনামগঞ্জে ৩৯ জন, হবিগঞ্জে ২৩ জন, মৌলভীবাজারের ৪০ জন ও সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে একজন।

ডায়ালসিলেটএম/৪

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *