ডায়ালসিলেট ডেস্ক;;হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার রানীগাঁও ইউনিয়নের মনিপুর গ্রামের অসহায় দিনমজুর আবদুল হক হত্যা অন্যতম পলাতক আসামি আতর আলীকে (৫৮) গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-৯’র শ্রীমঙ্গল ক্যাম্পের সদস্যরা।গোপন সংবাদের ভিত্তিতে রোববার সাড়ে রাত ৯টার দিকে র্যাব-৯’র, সিপিসি-২, শ্রীমঙ্গল ক্যাম্পের এর একটি অভিযানিক দল পুলিশ সুপার মো. মিজানুর রহমান ও অতিরিক্ত পুলিশ সুপার বসু দত্ত চাকমার নেতৃত্বে চুনারুঘাট উপজেলার সুন্দরপুর বাজারে অভিযান চালিয়ে আতর আলীকে গ্রেফতার করে।
আতর আলী উপজেলার সাটিয়াজুরী ইউনিয়নের সুন্দরপুর গ্রামের মৃত গাবরু মিয়ার ছেলে এবং চুনারুঘাট থানার ৪৯(০৪)২১ মামলার ১নং আসামি।ওিই মামলায় তিনি পলাতক ছিলেন। গ্রেফতারের পর র্যাব সদস্যরা তাকে চুনারুঘাট থানায় সোপর্দ করে।চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী আশরাফ আসামী আতর আলীকে গ্রেফতারের বিষয়টির নিশ্চিত করে জানিয়েছেন আসামিকে জিজ্ঞাসাবাদ শেষে সোমবার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
ডায়ালসিলেট এম/৪