আন্তর্জাতিক ডেস্ক;:থাইল্যান্ডে করোনায় মৃতের সংখ্যা ব্যাপকভাবে বেড়ে যাওয়ায় লাশ রাখার স্থান সঙ্কুলান হচ্ছে না। পরিস্থিতি এমন যে, মর্গে ঠাঁই না হওয়ায় রাজধানী ব্যাংককের একটি হাসপাতালের হিমায়িত কনটেইনারে লাশগুলো রাখা হচ্ছে। রয়টার্স।

ব্যাংককের নিকটবর্তী থাম্মাসাত ইউনিভার্সিটি হাসপাতালের ১০ জনের একটি ফ্রিজার মর্গ প্রতিদিন সাতজনের লাশের ময়নাতদন্ত করা হয়। কোভিডের কারণে বর্তমানে সেখানে দৈনিক ১০ জনের বেশি লাশের ময়নাতদন্ত করতে হচ্ছে।

শনিবার থাইল্যান্ডে নতুন করে ১৮ হাজার ৯১২ জনের শরীরে করোনা শনাক্ত করা হয়েছে। এর মধ্যে মারা গেছেন ১৭৮ জন। এখন পর্যন্ত সেখানে করোনায় মোট আক্রান্ত ৫ লাখ ৯৭ হাজার ২৮৭ ও মৃতের সংখ্যা ৪ হাজার ৮৫৭ জন।

ডায়ালসিলেট এম/

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *