নিজস্ব প্রতিবেদক :: সিলেটে গত ২৪ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। এতে শনাক্ত হয়েছেন আরও ৮৫৩ জন।
বিষয়টি সোমবার দুপুরে স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়।

এতে জানানো হয়, গত ২৪ঘন্টায় সিলেটবিভাগজুড়ে ১৪জনের মৃতু্য হয়েছে। তার মধ্যে এসওএমসিএইচ এ ৪জন, সিলেট জেলায় ১০ জন, সুনামগঞ্জে জেলায় ১ জন, হবিগঞ্জ জেলায় ২ জন এবং মৌলভীবাজারে ১ জন মৃত্যুবরণ করেন।

এতে আক্রান্ত হয়েছেন ৮৫৩ বিভাগে জন। এর মধ্যে সিলেট জেলায় ৪৭৯ জন শনাক্ত হয়েছেন, সুনামগঞ্জে ১০৭ জন, হবিগঞ্জে ৭৭ জন ও মৌলভীবাজারে ১৯০ জন রোগী।

সব মিলিয়ে গত ২৪ঘন্টায় সিলেট বিভাগজুড়ে সুস্থ হয়েছেন ৪৬৮ জন রোগী।

তবে কোভিট টেষ্টের ১ হাজার ৯৫৪ জনের নমুনা পরীক্ষা করে ৮৫৩ জন শনাক্ত হয়েছেন। যা শনাক্তের হার ৪৩.৬৫ ভাগ।

এনিয়ে সিলেট বিভাগে সর্বমোট আক্রান্ত হয়েছেন ৪১হাজার ৩০৫জন, এতে মৃত্যুবরণ করেছেন ৭শ ১৬জন ও সুস্থ হয়েছেন ৩১ হাজার ৩১১ জন রোগী।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *