ডায়ালসিলেট ডেস্ক : সুনামগঞ্জের দিরাইয়ে বড় ভাই আবু বক্করের দায়ের কোপে ছোট ভাই জাহেদ মিয়া (২৫) গুরুতর আহত হয়েছেন। শনিবার (২১ আগস্ট) সকাল ৮ টার দিকে দিরাই উপজেলার জগদল ইউনিয়নের চান্দপুর গ্রামের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জাহেদ মিয়াকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। তিনি সেখানে চিকিৎসাধীন আছেন।আবুবক্কর ও জাহেদ মিয়া সম্পর্কে আপন চাচাতো ভাই। এ ঘটনায় আহত জাহেদ মিয়ার পিতা নশির উদ্দিন বাদী হয়ে আবু বক্কর ও তার ভাই আবু শাহাকে আসামি করে দিরাই থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগ ও চান্দপুর গ্রামবাসী সূত্রে জানা যায়, এক বাড়িতে বসবাস তাদের। আবু শাহা একজন মাদকাসক্ত।মাতাল হয়ে বাড়িতে উশৃঙ্খল আচরণ করাকে কেন্দ্র করে বিরোধের সূত্রপাত। ঘটনার দুই দিন আগে আবু শাহার এসব আচরণের প্রতিবাদ করে জাহেদ মিয়া। এরই জের ধরে শনিবার সকালে বাড়ির উঠানে জাহেদ মিয়ার ওপর অতর্কিত হামলা চালায় আবু বক্কর ও আবু শাহা। এসময় আবু বক্কর দা দিয়ে জাহেদ মিয়ার মাথায় কোপ দিলে সে গুরুতর জখম হয়।

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমান অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, এবিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

ডায়ালসিলেট এম /

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *