ডায়ালসিলেট ডেস্ক :: 

                                                                                                                            

 

 

 

 

আইনগত বিজ্ঞপ্তি

সর্ব সাধারণের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে, অনুমান ২০১৫ ইং সন হতে “বিউটি মসলা প্রোডাক্টস্” এর “টাইগার” ব্রান্ড গুড়া মসলার প্যাকেটের হুবুহু সাদৃশ্যপূর্ণ প্যাকেট তৈরী ও ” Tiger” (টাইগার) ট্রেডমার্ক ব্যবহার করে “Bengal Tiger” বেঙ্গল টাইগার “Royel Tiger” রয়েল টাইগার” নামে বিভিন্ন প্রকার অতি নিম্নমানের নকল বিপনন ও বিক্রয় করে। তদ বিরুদ্ধে “ বিউটি মসলা প্রোডাক্টস্ ” এর মালিক পক্ষ আপত্তিকার হয়ে মাননীয় জেলা জজ আদালত, ঢাকা তে স্বত্ত মোকদ্দমা নং ৪৫/২০১৬ইং নং মোকদ্দমা দায়ের করিলে বিচারান্তে মাননীয় আদালত প্রার্থীত মত উক্ত নকল মালামাল উৎপাদন, বাজারজাতকরণ এর উপর ”নিষেধাজ্ঞার আদেশ” প্রদান করেন।

তদ প্রেক্ষিতে উক্ত জালিয়াত চক্র উক্ত নকল মালামাল উৎপাদন, বাজারজাত করা হতে বিরত থাকে। কিন্তু সম্প্রতি কতিপয় কিছু অসৎ ব্যবসায়ী আবার সক্রিয় হয়ে একই অসৎ পন্থায় “টাইগার” ব্রান্ড গুড়া মসলার প্যাকেটের হুবুহু সাদৃশ্যপূর্ণ প্যাকেট তৈরি করে ” Tiger” (টাইগার) ট্রেডমার্ক এর সাথে বেঙ্গল, রয়েল, জুনেদ, হাবিব নাম ইত্যাদি সংযোজন ব্যবহার করে বিপনন ও বিক্রয়ে লিপ্ত আছে, এমতাবস্থায় যদি কেহ ” Tiger” (টাইগার) ট্রেডমার্ক ও “বিউটি মসলা প্রোডাক্টস্” এর মনোগ্রাম ব্যবহার করে এহেন বেআইনী কাজে লিপ্ত থাকেন বা ভবিষ্যতে করেন তদ বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহন করা হবে।

 

অনুরোধক্রমে

”বিউটি মসলা প্রোডাক্টস্ এর স্বত্তাধীকারী।

 

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *