আন্তর্জাতিক ডেস্ক;:এতে দেখা যাচ্ছে, একটি আবাসিক এলাকায় রকেটটি বিস্ফোরিত হয়েছে। তবে এতে কেউ হতাহত হয়েছে কিনা সে সম্পর্কে এই প্রতিবেদন লেখা পর্যন্ত জানা যায়নি। এখনও নিশ্চিত হওয়া যায়নি।
এর আগে শনিবার এমনই হুঁশিয়ারি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। কাবুল বিমানবন্দরের আইএসআইএস-কে জিহাদিদের আত্মঘাতী হামলার পরেই প্রতিশোধের হুঁশিয়ারি দিয়েছিল যুক্তরাষ্ট্র। ‘খুঁজে বের করে মারব’ বলে হুঁশিয়ারি দিয়েছিলেন বাইডেন। কথা রেখেছিলেনও তিনি। পরিকল্পনাকারী জিহাদি পরদিনই মার্কিন ড্রোন হামলায় নিহত হয়। তবে এরপরই আবারও পাল্টা আঘাত আসতে পারে সে আশঙ্কার কথা জানানো হয়েছিল। মার্কিন প্রেসিডেন্টকে এ বিষয়ে সতর্ক করেছিলেন কমান্ডাররা। সুনির্দিষ্ট ও বিশ্বাসযোগ্য এমন হুমকির প্রেক্ষিতে সব মার্কিন নাগরিককে ওই এলাকা ত্যাগ করার আহ্বান জানিয়েছিল যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়। এরইমধ্যে সর্বশেষ এই রকেট হামলার খবর পাওয়া গেলো।
ডায়ালসিলেট এম/