ডায়ালসিলেট ডেস্ক :: সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় হাবিবুর রহমান (৩০) নামে ময়মনসিংহের এক যুবকের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় রোববার (২৯ আগস্ট) সকালে দেশটির আল বোরাইয়া মালেক ফুয়াদ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হাবিবুর রহমান ময়মনসিংহের গফরগাঁও উপজেলার চরআলগী ইউনিয়নের চরমছলন্দ গ্রামের ফজলুল হকের ছেলে।

নিহতের বড় ভাই মো. শফিকুল ইসলাম জানান, হাবিবুর এক মাস আগে সৌদিতে গিয়েছিলেন। সেখানে সড়ক পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করতেন তিনি। রোববার সকালে সড়কে কাজ করার সময় একটি গাড়ি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ডায়ালসিলেট/এম/এ/

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *