ডায়ালসিলেট ডেস্ক:: সিলেট বিভাগে গত ২৪ ঘন্টায় (বুধবার সকাল ৮টা পর্যন্ত) করোনা শনাক্ত হয়েছে মাত্র ৮৯ জনের। একই সময় এই ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরও ৮ জনের।

আজ বুধবার (১ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডা. হিমাংশু লাল রায় গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, সিলেট বিভাগে গত ২৪ ঘন্টায় ৮৭২টি নমুনা পরীক্ষা করা হয়। মোট পরীক্ষার ১০.২১ শতাংশের করোনা শনাক্ত হয়। এর মধ্যে সিলেট জেলায় শনাক্তের হার ৯.৪৪ শতাংশ, সুনামগঞ্জে ৬.৭৬ শতাংশ, হবিগঞ্জে ১০.৫৩ শতাংশ এবং মৌলভীবাজারে ১৭.৮২ শতাংশ। তবে গতকাল মঙ্গলবার (৩১ আগস্ট) সিলেট বিভাগে ৮.৮৯ শতাংশ শনাক্তের খবর দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।
নতুন শনাক্ত হওয়া ৮৯ জনের মধ্যে ৬৪ জন সিলেট জেলার বাসিন্দা। বাকিদের মধ্যে সুনামগঞ্জের ৫ জন, হবিগঞ্জের ২ জন এবং মৌলভীবাজার জেলার ১৮ জন। এ নিয়ে বিভাগে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৫২ হাজার ৯৮৩ জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৩২ হাজার ৬৭৩ জন, সুনামগঞ্জে ৬ হাজার ৯০ জন, হবিগঞ্জে ৬ হাজার ৪৫৭ জন ও মৌলভীবাজারে ৭ হাজার ৭৬৩ জন রয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় বিভাগে মারা যাওয়া ৮ জনের মধ্যে সবাই সিলেট জেলার বাসিন্দা। এনিয়ে বিভাগে করোনাভারাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন ১ হাজার ৭৫ জন। এর মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৮৮৫ জন, সুনামগঞ্জে ৭২ জন, হবিগঞ্জে ৪৬ জন এবং মৌলভীবাজার জেলায় ৭২ জন মারা গেছেন।
স্বাস্থ্য বিভাগ আরও জানায়, শেষ ২৪ ঘন্টায় সিলেট বিভাগে করোনা আক্রান্ত হয়ে ১৯ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে সিলেট জেলার হাসপাতালে ১৭ জন এবং মৌলভীবাজার জেলার হাসপাতালে ২ জন ভর্তি হয়েছেন।
এ নিয়ে বিভাগে আজ সকাল পর্যন্ত বিভিন্ন হাসপাতালে ৩৪২ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে সিলেট জেলার বিভিন্ন হাসপাতালে ২৯৬ জন, সুনামগঞ্জের হাসপাতালে ৩৩ জন, হবিগঞ্জের হাসপাতালে ১৬ জন ও মৌলভীবাজারের হাসপাতালে ২১ জন চিকিৎসাধীন আছেন।
স্বাস্থ্য বিভাগ আরও জানায়, গত ২৪ ঘন্টায় সিলেটে ৩২০ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। সুস্থদের মধ্যে ১০৭ জনই সিলেট জেলার বাসিন্দা। বাকিদের মধ্যে সুনামগঞ্জের ১৪৫ জন, হবিগঞ্জের ৩ জন ও মৌলভীবাজার জেলার ৬৫ জন রয়েছেন।
বিভাগে এ পর্যন্ত ৪৩ হাজার ৭৯৮ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। এর মধ্যে সিলেট জেলায় ২৯ হাজার ৪১০ জন, সুনামগঞ্জে ৪ হাজার ৯১৪ জন, হবিগঞ্জ জেলায় ৩ হাজার ৩৮৪ জন ও মৌলভীবাজারে ৬ হাজার ১৩৪ জন সুস্থ হয়েছেন।

ডায়ালসিলেট এম/

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *