ডায়ালসিলেট ডেস্ক::কানাইঘাটে নিখোঁজের পরদিন খালে মিলল সিমন বালা দাস (৪৫) নামের এক নারীর মরদেহ। বৃহস্পতিবার দুপুরে লক্ষীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের আমরি খাল থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।সিমন বালা দাস দক্ষিন লক্ষীপ্রসাদ গ্রামের নিপু রাম দাসের স্ত্রী। সিমন বালা দাস বুধবার বিকেলের দিকে প্রতিদিনের মতো রাস্তার মাটির কাজ শেষ করে বাড়ী না ফিরলে তার খোঁজ খবর শুরু করেন পরিবারের সদস্যরা। একপর্যায়ে সন্ধ্যা ৭টার দিকে সিমন বালা দাসের ছেলে দিপক রাম দাস স্থানীয় আমরি খালের মধুখাল নামক স্থানে তার মায়ের মাটির কাজের পোষাক, জুতা, ছাতা পড়া অবস্থায় দেখতে পেয়ে তার ছেলে দিপক আত্মীয়-স্বজনকে জানান। স্বজনরা অনেক খোঁজাখুঁজির পর সিমন বালা দাসের কোনো সন্ধান না পেয়ে বিষয়টি থানা পুলিশকে জানায়। রাতেই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম পিপিএম’র নির্দেশে ঘটনাস্থলসহ আশপাশ এলাকায় অনেক খোঁজ খবর নিয়ে সিমন বালা দাসের সন্ধান পায়নি পুলিশ। বৃহস্পতিবার সকালে কানাইঘাট সার্কেলের এএসপি আব্দুল করিম ও থানার ওসি (তদন্ত) জাহিদুল হক যেখানে সিমন বালার কাজের পোষাকসহ অন্যান্য আলামত পেয়েছেন সেখানে গিয়ে পুলিশ আমরি খালে ব্যাপক তল্লাশি চালিয়ে দুপুর ১২টার দিকে সিমন বালা দাসের মরদেহ ডুবন্ত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হন।পরে ময়না তদন্ত শেষে মরদেহ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়। ঘটনার সত্যতা স্বীকার করে কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম পিপিএম জানান, সিমন বালা দাস খালে পড়ে গিয়ে পানিতে ডুবে স্বাভাবিক মৃত্যু হয়েছে নাকি তাকে হত্যা করা হয়েছে এ নিয়ে তদন্ত করছে পুলিশ। তবে সন্ধ্যায় এ প্রতিবেদন লেখঅ পর্যন্ত নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় কোন অভিযোগ দায়ের করা হয়নি বলেও জানান ওসি।
ডায়ালসিলেট এম/