ডায়ালসিলেট ডেস্ক::সিলেট-তামাবিল মহাসড়কের সারীঘাট বালুর ঘাট মসজিদ সংলগ্ন স্থানে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) দুপুরে এ দুর্ঘটনা ঘটেছে।

নিহত যুবকের নাম শাহরিয়ার (২৫)। তিনি জৈন্তাপুর উপজেলার দরবস্ত ইউনিয়নের সরুফৌদ গ্রামের মো. আব্দুল্লাহ মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে সিলেট নগর থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাসের (সিলেট-জ-১১-০৪০২) সঙ্গে শাহরিয়ারের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন শাহরিয়ার। স্থানীয়রা উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় উত্তেজিত জনতা সড়ক অবরোধ করেন। পরে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ অবরোধকারীদের সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে।

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর জনান, দুর্ঘটনার পর স্থানীয়রা শাহরিয়ারকে উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য লাশ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

ডায়ালসিলেট এম/

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *