ডায়ালসিলেট ডেস্ক::সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান, জেলা আওয়ামী লীগের সভাপতি ও রেড ক্রিসেন্ট সিলেট ইউনিটের চেয়ারম্যান বর্ষীয়ান রাজনীতিবিদ এডভোকেট লুৎফুর রহমান এর নামাজে জানাযা সম্পন্ন হয়েছে।শুক্রবার (০৩ সেপ্টেম্বর) বেলা আড়াইটায় সিলেট সরকারি আলিয়া মাদরাসা ময়দানে অনুষ্ঠিত জানাযার নামাজে ইমামতি করেন দরগাহ মাদরাসার মুহতামিম আল্লামা মুহিব্বুল হক গাছবাড়ি।জানাযার নামাজের পূর্বে মাঠে মরদেহ আনা হলে শোকার্ত নেতাকর্মীরা শেষবারের মতো প্রিয় মানুষটিকে দেখেন।এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে পুষ্পাঞ্জলি অর্পণ করা হয়।জানাযার নামাজে উপস্থিত ছিলেন-আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, সিলেট জেলা প্রশাসক কাজী এমদাদুল ইসলাম, সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি শফিকুর রহমান চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দীন খান, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, হাবিবুর রহমান হাবিব প্রমুখ।এছাড়াও সিলেটের সর্ব অঙ্গনের মানুষজন জানাযার নামাজে অংশগ্রহণ করেন।

ডায়ালসিলেট এম/

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *