ডায়ালসিলেট ডেস্ক :: রাজধানীর উত্তরা আজমপুরে ট্রেনে কাঁটা পড়ে অজ্ঞাতনামা এক বৃদ্ধ (৬৫) নিহত হয়েছে। রবিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে।

মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। তবে নিহতের নাম ঠিকানা এখনো জানতে পারেনি পুলিশ।

ঢাকা রেলওয়ে থানার বিমানবন্দর পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সাকলাইন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উত্তরার আজমপুর রেললাইনের কমলাপুরগামী ‘চট্টগ্রাম মেইল’ ট্রেনের নিচে কাঁটা পড়ে ওই ব্যক্তি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে তার মরদেহ উদ্ধার করা হয়।

ডায়ালসিলেট/এম/এ/

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *