ডায়ালসিলেট ডেস্ক::প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিনে ৭৫ লাখ টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা থাকলেও এদিন দুই ডোজ মিলিয়ে দেয়া হয়েছে ৬৭ লাখ ৫৮ হাজার ৯৯২ ডোজ। দেশে একদিনে এটাই সর্বোচ্চ টিকা প্রয়োগ। এর মধ্যে প্রথম ডোজ দেওয়া হয়েছে ৬৬ লাখ ২৫ হাজার ১২৩ জনকে এবং দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ১ লাখ ৩৩ হাজার ৮৬৯ জনকে।
এগুলো দেওয়া হয়েছে- অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকা, চীনের তৈরি সিনোফার্ম, ফাইজার এবং মডার্নার ভ্যাকসিন। মঙ্গলবার (২৮শে সেপ্টেম্বর) দিবাগত রাতে স্বাস্থ্য অধিদপ্তরের থেকে পাঠানো টিকাদান বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা যায়।
দেশে এখন পর্যন্ত টিকা এসেছে ৫ কোটি ৭৮ লাখ ২২ হাজার ৫৮০ ডোজ। এখন পর্যন্ত টিকা প্রথম ও দ্বিতীয় ডোজ মিলে মোট বিতরণ করা হয়েছে ৪ কোটি ৮১ লাখ ৩৯ হাজার ৭৫২ ডোজ। এই মুহূর্তে টিকা মজুত আছে ৯৬ লাখ ৮২ হাজার ৮২৮ ডোজ। ২৮শে সেপ্টেম্বর পর্যন্ত নিবন্ধন করেছেন ৪ কোটি ৫৮লাখ ৩০ হাজার ৭৮৩ জন।
দেশে নিয়মিত টিকাদান কর্মশসূচিতে মানুষ বর্তমানে ৫ থেকে ৬ লাখ ডোজ টিকা নিচ্ছেন।।

ডায়ালসিলেট এম/

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *