ডায়ালসিলেট ডেস্ক::হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় শ্রীকুটা গ্রামের একই পরিবারে বাবার মৃত্যুর খবর শুনে মেয়ে ও নাতনির মৃত্যু হয়েছে। একই পরিবারে ৩ জনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
আজ মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) চুনারুঘাট উপজেলার ৭নম্বর উবাহাটা ইউনিয়নে একই পরিবারে পরপর ৩ জনের মৃত্যুর ঘটানাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে ঢাকার পপুলার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় সাজিদুর রহমান (আরজু মিয়া) নামে এক ব্যক্তির। পিতার মৃত্যুর সংবাদ শুনে একই দিনে সকাল সাতটায় চুনারুঘাট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরজু মিয়ার মেয়ে মোছা. সুরাইয়া আক্তার।
পরে মায়ের মৃত্যুর সংবাদ শুনে বিকাল ৪ টার দিকে চুনারুঘাটের উত্তর বাজার বাসায় মারা যান সুরাইয়া আক্তারের বড় মেয়ে সৈয়দা উলফাত।
এদিকে একই পরিবারের বাবা, মেয়ে ও নাতিনের মৃত্যুতে এলাকায় চলছে শোকের মাতম।
তিন জনের জানাযার নামাজ একই সঙ্গে শ্রীকুটা হাফিজীয়া মাদরাসা ও মসজিদ প্রাঙ্গনে বাদ মাগরিব অনুষ্ঠিত হয়েছে।
ডায়ালসিলেট এম/