বিনোদন ডেস্ক::থামছে না শ্রাবন্তী চট্টোপাধ্যায় ও রোশান সিংয়ের দাম্পত্য কলহ। মনের দূরত্ব তৈরি হয়েছে অনেক আগে। প্রায় এক বছর এক ছাদের তলায় থাকেন না রোশান-শ্রাবন্তী। কাগজে কলমে তিন নম্বর বিয়ের পাট চুকিয়ে ফেলতে চান অভিনেত্রী। চলতি মাসেই প্রকাশ্যে এসেছে আলিপুর আদালতে বিবাহ বিচ্ছেদের মামলা দায়ের করেছেন শ্রাবন্তী। এর মাঝেই স্ত্রীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনলেন রোশান। গত ১৬ সেপ্টেম্বর আলিপুর আদালতে বিবাহবিচ্ছেদের মামলা দায়ের করেছেন শ্রাবন্তী, এমনটাই জানা গিয়েছিল গত ১৯ তারিখ। কিন্তু রোশান জানালেন, ১২ দিন পরেও তিনি কোনও ডিভোর্স নোটিশ পাননি। এক সাক্ষাতকারে শ্রাবন্তীর তিন নম্বর স্বামী জানান, নায়িকার অনেক বন্ধুর সঙ্গেই তার যোগযোগ রয়েছে। আর সেখান থেকেই তিনি জানতে পেরেছেন ঘনিষ্ঠমহলে রোশান নিয়ে নানান বিভ্রান্তিকর মন্তব্য করে চলেছেন নায়িকা। রোশানের অনুযোগ, আমি শুনেছি শ্রাবন্তী নাকি বলেছে, আমি মোটা। ওজন বেশি হওয়ার জন্য আমি নাকি সঙ্গমে সক্রিয় নই। এই ধরণের কুরুচিকর মন্তব্যে মর্মাহত রোশান। রোশনের কথায় শ্রাবন্তী নিজে সরাসরি একথা তাকে না বললেও, যাদের মুখে তিনি একথা শুনেছেন তারা সকলেই বিশ্বস্ত বন্ধু। রোশান এই ধরণের হেনস্থার মুখে পড়ে মারাত্মক বিস্মিত। কেন তাকে এমন প্রশ্নবাণে বিদ্ধ হতে হবে? রোশনের কথায়, তাকে চোর অপবাদও দেওয়া হয়েছে। বলা হচ্ছে, তিনি নাকি শ্রাবন্তীর ১ কোটি টাকা নিয়ে চলে গিয়েছেন। এমনকি রোশনের প্রাক্তন প্রেমিকাকে ফোন করে বিবাহবিচ্ছেদের কথা জানানো হচ্ছে, এই সব কথার মানে খুঁজে পাচ্ছেন না রোশান। রোশান অকপটে বলেন, ওদের রাজনৈতিক ক্ষমতা বেশি। ওরা চাইলে আমার সঙ্গে নাকি যা খুশি করতে পারে। আমার পরিবারকেও টেনে এনে অসম্মান করা হচ্ছে। রোশানের কথায়, তার বিরুদ্ধে কোনও অভিযোগ থাকলে শ্রাবন্তী যেন তা আদালতে করেন। পরিস্থিতিকে এইভাবে কলুষিত করবার কোনও প্রযোজন নেই, দাবি তার। অন্যদিকে গত কয়েক মাস ধরেই সংবাদমাধ্যমে জোর গুঞ্জন নতুন করে প্রেমে পড়েছেন শ্রাবন্তী। অভিরূপ নাগ চৌধুরীর সঙ্গে নায়িকার বন্ধুত্ব এখন টলিপাড়ার চর্চার বিষয়।

ডায়ালসিলেট এম/

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *