বিনোদন ডেস্ক::জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন। ‘রেহানা মরিয়ম নূর’ সিনেমা নিয়ে কান চলচ্চিত্র উৎসবে অংশ নিয়ে দেশের জন্য সুনাম বয়ে আনেন। নভেম্বরের ১২ তারিখ দেশে মুক্তি পাচ্ছে আবদুল্লাহ মোহাম্মদ সাদ পরিচালিত এ সিনেমাটি। এদিকে, দেশের সীমানা ছাড়িয়ে বলিউডের সিনেমাতেও নাম লিখিয়েছেন বাঁধন। গতকাল ছিল বাঁধনের জন্মদিন। বিশেষ দিনটিতেও তিনি ছিলেন ভারতের মুম্বইতে। বর্তমানে বলিউড নির্মাতা বিশাল ভারদ্বাজের নতুন একটি সিনেমা ‘খুফিয়া’র কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন এ অভিনেত্রী। দেশের বাইরে থাকায় কাছের মানুষদের নিয়ে উদযাপন না করলেও এবার ভিন্ন এক অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়েছে বাঁধনকে। ম্বইতেই অন্যরকমভাবে উদযাপিত হয়েছে বাঁধনের জন্মদিন। তার জন্মদিন আনন্দ-উল্লাসে উদযাপন করেছে ‘খুফিয়া’ টিম। সবাইকে নিয়ে কেক কেটেছেন তিনি। সেই ছবি শেয়ার করেছেন ইনস্টাগ্রাম স্টোরিতে। অবশ্য ছবিগুলোতে ‘খুফিয়া’ সিনেমার মূল চরিত্রে থাকা আলী ফজল কিংবা টাবুকে দেখা যায়নি। জানা গেছে, সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হচ্ছে ‘খুফিয়া’। নেটফ্লিক্সের প্রযোজনায় নির্মাণাধীন এই সিনেমার সঙ্গে বাংলাদেশের বিষয়ও জড়িত রয়েছে। বাঁধনের আগে সিনেমাটিতে অভিনয়ের জন্য প্রস্তাব পেয়েছিলেন মেহজাবীন ও মিম। তারা দু’জনেই প্রস্তাব ফিরিয়ে দেন।

ডায়ালসিলেট এম/

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *