ডায়ালসিলেট ডেস্ক;:যারা স্বেচ্ছায় ভ্যাকসিন নেননি তাদের জন্য ভ্যাকসিন গ্রহণ বাধ্যতামূলক করার পক্ষে জার্মানির নাগরিকরা। এতদিন বিভিন্ন জরিপে দেখা গেছে দেশটির বেশীরভাগ মানুষ ভ্যাকসিন গ্রহণ বাধ্যতামূলক হওয়ার আইন চাননা। তবে সম্প্রতি দেশটিতে কোভিড সংক্রমণ আবারও বৃদ্ধি পাওয়ায় জনমতে পরিবর্তন এসেছে। যারা ভ্যাকসিন নিতে চাননা তাদের প্রতি বৈরি মনোভাবও সৃষ্টি হচ্ছে। জার্মান গণমাধ্যম ডয়চে ভেলের এক প্রতিবেদনে জানানো হয়েছে, দেশটিতে প্রতি এক লাখ মানুষের মধ্যে করোনা সংক্রমণের গড় সাপ্তাহিক হার প্রায় ১৭০ ছুঁয়েছে। এ অবস্থা চলতে থাকলে শীতের আগামী মাসগুলিতে পরিস্থিতি যে ভয়াবহ হয়ে উঠবে তাতে কারো সন্দেহ নেই৷ বিশেষজ্ঞরা বড়দিনের সময়ে আবার পুরোপুরি লকডাউনের আশঙ্কা করছেন৷ আর এমন পরিস্থিতির জন্য দায়ি করা হচ্ছে দেশটিতে যারা ইচ্ছা করেই ভ্যাকসিন নেননি তাদেরকে। আক্রান্তদের মধ্যে তারাই সংখ্যাগরিষ্ঠ। ফলে জার্মান নাগরিকরা এখন চান যাতে ভ্যাকসিন নিতে না চাওয়াদের জন্যেও ভ্যাকসিন বাধ্যতামূলক করা হয়। যদিও জার্মানির সরকার ও রাজনৈতিক দলগুলি শুরু থেকেই করোনা ভ্যাকসিন বাধ্যতামূলক করার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে। জনমত সমীক্ষায় গত আগস্ট মাসে মাত্র ৪৬ শতাংশ এমন কড়া পদক্ষেপের পক্ষে ছিল। সেটি বেড়ে এখন দেশটির ৫৭ শতাংশ নাগরিক করোনা ভ্যাকসিন বাধ্যতামূলক করার পক্ষে মতামত দিয়েছেন। ৩৯ শতাংশ এখনো এর বিরোধিতা করছেন৷ আগস্ট মাসে সেই মাত্রা ছিল ৫০ শতাংশ৷ জার্মানির আগামী সরকার গঠনের লক্ষ্যে যে তিন দল আলোচনা চালাচ্ছে, তাদের সমর্থকদের সিংহভাগও করোনা ভ্যাকসিন বাধ্যতামূলক করার পক্ষে৷ ফলে এই তিন দল সরকার গঠন করতে পারলে ভ্যাকসিন বাধ্যতামূলক হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে জার্মানিতে।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *