ডায়ালসিলেট ডেস্ক::জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে ডাকা পরিবহন ধর্মঘটের দ্বিতীয় দিনেও অবর্ণনীয় ভোগান্তি পোহাচ্ছেন রাজধানীসহ সারা দেশের সাধারণ মানুষ। আজও সকালে বাসা থেকে বের হয়েই ভোগান্তিতে পড়েন কর্মজীবী ও শ্রমজীবী মানুষ। রিকশা ও সিএনজি চালিত অটোরিকশা চলাচল করলেও দ্বিগুণ-তিনগুণ ভাড়া গুণে কর্মস্থলে যান তারা। মাঝে-মধ্যে দুয়েকটি দোতলা বিআরটিসি চলাচল করলেও তাতে তিল ধারণের জাগয়া ছিল না। বাদুর ঝোলার মতো জীবনের ঝুঁকি নিয়ে গন্তব্যে যান তারা। রাজধানীর প্রতিটি বাস স্টপেজ ও মোড়ে শ শ মানুষকে দীর্ঘক্ষণ যানবাহনের জন্য অপেক্ষা করতে দেখা গেছে। অনেকে দীর্ঘপথ পায়ে হেটে গন্তব্যে রওনা হন।
এদিকে গণপরিবহন বন্ধ থাকায় চাপ বাড়ে ট্রেনে। সকাল থেকেই কমলাপুর রেলস্টেশনে যাত্রীদের উপচেপড়া ভিড় দেখা গেছে।

ডায়ালসিলেট এম/

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *