ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে শরীফুল ইসলাম (২৩) নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার ভোরে আখাউড়া উপজেলার শৌন লৌহঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত শরীফুল উপজেলার ধরখার ইউনিয়নের ঘোলখার গ্রামের ইসমাঈল মিয়ার ছেলে। তিনি উপজেলার মোগড়া বাজার ভাড়া বাসায় থাকতেন। শরীফুল পেশায় মাইক্রোবাসচালক ছিলেন।

 

আখাউড়া থানার উপ-পরিদর্শক মো. জাকির হোসেন জানান, উপজেলার মোগড়াবাজার ভাড়া বাসা থেকে ভোররাতে মোটরসাইকেলে করে মাইক্রোবাস আনতে মালিকের বাড়ি যাচ্ছিলেন।

 

এসময় শৌন লৌহঘর এলাকায় পৌঁছালে রাস্তায় ঝুলে থাকা ডিশের তারে প্যাঁচিয়ে মোটরসাইকেল নিয়ে সড়কে ছিটকে পড়েন। এতে তিনি গুরুতর আহত হন। দীর্ঘক্ষণ অজ্ঞান হয়ে পড়ে থাকার পর স্থানীয়দের সহযোগিতায় টহল পুলিশ আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

 

প্রাথমিক চিকিৎসা শেষে স্বজনরা সকালে ব্রাহ্মণবাড়িয়া নেয়ার পথে তার মৃত্যু হয় বলে ওই পুলিশ কর্মকর্তা জানিয়েছেন।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *