ডায়ালসিলেট ডেস্ক :: সিয়েরা লিওনের রাজধানী ফ্রিটাউনে জ্বালানি তেলের ট্যাংকারে ভয়াবহ বিস্ফোরণে ৮৪ জন নিহত হয়েছেন। শুক্রবার ফ্রিটাউনের একটি ব্যস্ত এলাকায় ৪০ ফুট দীর্ঘ তেলের ট্যাঙ্কারটির সঙ্গে অন্য একটি পরিবহণের সংঘর্ষের পরই এই বিস্ফোরণ ও হতাহতের ঘটনা ঘটে বলে বিবিসির এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
শনিবার দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা (এনডিএমএ)-এর পরিচালক মোহাম্মদ লামরানে বাহ জানান, ‘ট্যাংকারে বিস্ফোরণে অনেকেই আহত হয়েছেন। তাদের অবস্থা গুরুতর’।
লামরানে বাহ আরও জানান, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন। নিহতদের মরদেহ উদ্ধারে কাজ চলছে। দেশটির রাষ্ট্রপতি জুলিয়াস মাদা বায়ো ভয়াবহ বিস্ফোরণ ও প্রাণহানিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।
এদিকে আল-জাজিরার এক প্রতিবেদনে নিহতের সংখ্যা ৯১ বলে উল্লেখ করা হয়েছে।