মৌলভীবাজার প্রতিনিধি :: মৌলভীবাজার পৌর এলাকার কুদালী ছড়ার স্থায়ী গাইড ওয়াল ও ওয়ার্কওয়ে কাজের শুভ উদ্বোধন হয়েছে। ২৪ কোটি টাকা ব্যায়ে স্থায়ী গাইড ওয়াল ও ওয়ার্কওয়ের এ কাজটি শুরু হয়েছে। দ্রুত সময়ের মধ্যেই কাজটি সম্পন্ন করা হবে বলে জানান মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি নেছার আহমদ।
মঙ্গলবার দুপুর সাড়ে ১১ টার দিকে মৌলভীবাজার প্রেসক্লাবের সম্মুখে গাইড ওয়াল কাজের উদ্বোধন করেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি নেছার আহমদ। উদ্বোধন শেষে মোনাজাত করেন, মৌলভীবাজার টাউন কামিল সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ শামসুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল মালিক তরফদার ভিপি সোয়েব, পৌর কাউন্সিলর নাহিদ আহমদ, আসাদ হোসেন মক্কু, আনিছুজ্জামান বায়েছ, নারী কাউন্সিলর জিমি আক্তার, জাহানারা বেগম ও পৌর কর্মকর্তা।