ডায়ালসিলেট ডেস্ক::বৃটেন, ঘানায় ছড়িয়ে পড়ছে ওমিক্রন। কোভিডের এই নতুন স্ট্রেইন অনেক বেশি শক্তিশালী, কোষ বিভাজন করতে ঢের বেশি সক্ষম। দক্ষিণ আফ্রিকা যদিও বলেছে যে ওমিক্রন নিয়ে এতটা ভীত হওয়ার কারণ তারা এখনও খুঁজে পায়নি, নিরীক্ষা চলছে। কিন্তু, ইতালির রাজধানী রোমের মর্যাদামণ্ডিত হাসপাতাল বাম্বিনো সেসু ওমিক্রন ভাইরাসের একটি ইমেজ প্রকাশ করে দেখিয়েছে এটি কতটা সংক্রামক।

মুম্বাই এর ডোমিভেলিতে দক্ষিণ আফ্রিকা ফেরত এক ব্যক্তির করোনা ধরা পড়ায় তা ওমিক্রন কিনা তা পরীক্ষা করতে নমুনা পাঠানো হয়েছে। মুম্বাইয়ের একটি বৃদ্ধানিবাসে ৬২ জন করোনা পজিটিভ হওয়ার পর বৃদ্ধানিবাসটিকে কন্টেনমেন্ট জোন ঘোষণা করা হয়েছে।

ভারত তাদের দরজা বিদেশি পর্যটকদের জন্যে পুরোপুরি বন্ধ না করলেও নজরদারি আরও জোরদার করেছে। দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট অবশ্য তাঁর দেশের বিরুদ্ধে আরোপিত ট্রাভেল ব্যান প্রত্যাহারের জন্য বিশ্বের কাছে আবেদন জানিয়েছেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা রোববার জানিয়েছে, ওমিক্রন এর ভয়াবহতা নিয়ে তারা এখনও নিশ্চিত নয়।
ডায়ালসিলেট এম/
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *