ডায়ালসিলেট ডেস্ক :: গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-২ এর একটি আভিযানিক দল ০২ নভেম্বর ২০২১ ইং তারিখ রাতে হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানাধীন১০ নং মিরাশী ইউনিয়নের অন্তর্গত পূর্ব পাকুরিয়া বটতলা মোড় এলাকা থেকে ২জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
উক্ত অভিযানে ১০ কেজি গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলো হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার মুচিকান্দি গ্রামের মৃত মুক্তার মিয়ার ছেলে মো.আরিফ মিয়া এবং একই জেলার আসলা গ্রামের মোঃ আজগর আলীর ছেলে মো. তোফাজ্জল হোসেন ।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত ব্যক্তিদ্বয় অবৈধভাবে মাদকদ্রব্য (গাঁজা) ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রাখার অপরাধের কথা স্বীকার করে।
পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদ্বয়কে ২০১৮ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ৩৬(১) এর টেবিল ১৯(খ) ধারা মূলে মামলা দায়ের পূর্বক হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।