বিনোদন ডেস্ক::টালিউড অভিনেত্রী ও তৃণমূল সংসদ সদস্য নুসরাত জাহানকে নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। গত এক বছরে কখনো নিখিল জৈনকে নিয়ে, কখনো যশ দাশগুপ্তকে টেনে যেভাবে বার বার বিতর্কের ঝড় তুলেছেন নুসরাত, তা সবারই জানা। তার ওপর নুসরাতের সন্তানের জন্ম! সে তো একটা বড় পর্ব অভিনেত্রীর জীবনে। কিন্তু বার বার বিতর্কে জড়িয়েও এ নিয়ে কখনো মুখ খুলতে দেখা যায়নি নুসরাতকে। বরং সোশ্যাল মিডিয়াজুড়ে ছড়িয়ে পড়া নানা কু-মন্তব্যকে এড়িয়েই গিয়েছেন তিনি। তবে এবার আর নয়, নুসরাত নিজেই মুখ খুললেন। ইউটিউবে নুসরাত তার শো ‘ইশক উইথ নুসরাত’ শোয়ে এবার নিজেই বসলেন অতিথির আসনে। উত্তর দিলেন অনুরাগীদের নানা প্রশ্নের। আর সে উত্তর একেবারেই বোল্ড! এই শোয়ের শুরুতেই নুসরাত স্পষ্ট নেটিজেনদের জানিয়ে দেন, তিনি কিছু বললেই, কিছু করলেই ভাইরাল। এমনকি, ব্যঙ্গ করে নুসরাত জানালেন, তিনি আজকাল জ্বরের থেকেও বেশি ভাইরাল। খুব সহজেই তাকে নিয়ে বিতর্ক ছড়িয়ে পড়ে। এক অনুরাগী নুসরাতকে প্রশ্ন করেন, এ বছরে আপনার সবচেয়ে বোল্ড পদক্ষেপ কি? নুসরাত স্পষ্ট জানান, আমার সব পদক্ষেপকেই বোল্ড বলা হয়। তবে আমার কাছে সবকটাই স্বাভাবিক সিদ্ধান্ত। মা হওয়ার সিদ্ধান্ত নেয়া, বাচ্চার বাবা কে তা জানানো এগুলো বোল্ড নয়। বরং মা হওয়ার জার্নিটা ছিল বোল্ড। এই জার্নিতে শরীর ও মনের যেরকম পরিবর্তন ঘটেছিল, তা মেনে নেয়াটাই ছিল বোল্ড পদক্ষেপ। মাতৃত্ব নিয়ে বরাবরই নুসরাতের কোনো ভণিতা নেই। নিন্দুকদের মুখে ছাই দিয়ে অন্তঃসত্ত্বার সময় কোনো লুকোছাপা করতে দেখা যায়নি নুসরাতকে। বেবিবাম্প নিয়ে বার বার প্রকাশ্যেও এসেছেন তিনি। সেইসব বিতর্কের জবাবই নুসরাত এবার দিলেন নিজের শোয়ে। এক অনুরাগী নুসরাতের প্রাইভেসি নিয়ে প্রশ্ন করায়, নুসরাত স্পষ্ট জানান, একমাত্র বাথরুমেই প্রাইভেসি পাই আমি! ইতিমধ্যেই জনপ্রিয় হয়েছে ‘ইশক উইথ নুসরাত’। বিধায়ক মদন মিত্র, অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী, তনুশ্রী চক্রবর্তীরা অতিথি হিসেবে এসে সোজাসাপ্টা উত্তর দিয়েছেন নুসরাতের ধারালো প্রশ্নের। আর এবার অনুরাগীদের চোখা প্রশ্নের উত্তরে ছক্কা হাঁকালেন নুসরাত।