স্পোর্টস ডেস্ক::সর্বশেষ দলবদলে স্পেনের জায়ান্ট দুই ক্লাব থেকে লিওনেল মেসি আর সার্জিও রামোসকে দলে ভিড়িয়ে তাক লাগিয়ে দিয়েছিল প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। তবে নতুন দলে এখনও প্রত্যাশিত নৈপুণ্য দেখাতে পারেননি বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের সাবেক দুই অধিনায়ক। সাবেক ফরাসি ফুটবলার এমানুয়েল পেতিতের মতে, এক্ষেত্রে মেসির চেয়ে বেশি হতাশ করেছেন রামোস। আর মেসির ক্ষেত্রে বলেছেন, প্যারিসিয়ানদের হয়ে সেরাটা এখনো দেয়া বাকি আর্জেন্টাইন তারকার। প্যারিসে চোটও ভোগাচ্ছে মেসি-রামোসকে। এ পর্যন্ত মেসি খেলেছেন ১১ ম্যাচ। আর রামোস মাত্র দুই ম্যাচে মাঠে নেমেছেন। এর সর্বশেষ ম্যাচে জোড়া হলুদ কার্ড দেখে মাঠ থেকে বহিষ্কৃত হন এ স্প্যানিয়ার্ড ডিফেন্ডার। সমপ্রতি আরএমসি স্পোর্তকে দেয়া এক সাক্ষাৎকারে ফ্রান্সের ১৯৯৮ বিশ্বকাপজয়ী তারকা ইমানুয়েল পেতিত বলেন, ‘আমাদের অপেক্ষা করতে হবে। আমি মনে করি, মেসির সেরাটা আসতে আরও কিছু সময় লাগবে। ছয় মাস পর এ নিয়ে আবার কথা বলবো আমরা। আমি মেসির চেয়ে রামোসকে নিয়ে বেশি হতাশ। হ্যাঁ, কৌশলগত দিক থেকে দলে মানিয়ে নেয়াটা কঠিন হতে পারে। মাঠে সে বিচ্ছিন্ন দ্বীপের মতো থাকে, খেলা চলছে এক পাশে, সে থাকছে অন্য পাশে।’ তবে এমন পরিস্থিতি শুধু রামোসের একার নয়। তারকায় ভরা দল হলেও পিএসজির স্কোয়াড এখনো ফিরতে পারেনি নিজেদের সেরা ফর্মে। রামোসের এমন ফর্মহীনতার সঙ্গে সে বিষয়টার যোগসাজশও থাকতে পারে বলে মনে করেন পেতিত। ১৯৯৮’র বিশ্বকাপ ফাইনালে ব্রাজিলের বিপক্ষে ফ্রান্সের তৃতীয় গোলটি আদায় করা মিডফিল্ডার বলেন বলেন, ‘তবে অন্য দিকে যদি দেখেন, তাহলে দেখবেন পিএসজির আরও অনেক খেলোয়াড়ই নিজেদের সেরা ফর্ম থেকে অনেক দূরে অবস্থান করছে। এখানে (রামোসের ছন্দহীনতার সঙ্গে) এসবের যোগসাজশ থাকলেও থাকতে পারে।’ এবারের ফরাসি লিগ ওয়ান আসরে অবশ্য পয়েন্ট তালিকার শীর্ষেই আছে পিএসজি। ১৯ ম্যাচে ৪৬ পয়েন্ট সংগ্রহ প্যারিস জায়ান্টদের। উয়েফা চ্যাম্পিয়নস লীগে ম্যানচেস্টার সিটির পেছনে থেকে গ্রুপ পর্ব শেষ করে পিএসজি। শেষ ষোল রাউন্ডে বড় পরীক্ষা দিতে হবে মেসি-নেইমার-এমবাপ্পে-ডি মারিয়াদের নিয়ে গড়া দলটিকে। নকআউট পর্বে পিএসজির প্রতিপক্ষ সর্বাধিক ১৩ বারের চ্যাম্পিয়ন ও সার্জিও রামোসের সাবেক ক্লাব রিয়াল মাদ্রিদ।