স্পোর্টস ডেস্ক::প্রথম দিনের খেলা শেষে শরীফুল ইসলাম আশাবাদ ব্যক্ত করেছিলেন, দ্বিতীয় দিনে নিউজিল্যান্ডের বাকি উইকেটগুলো ফেলতে বেশি সময় নেবেন না তারা। কথা রেখেছেন টাইগার বোলাররা, মাউন্ট মঙ্গানুইয়ে কিউইদের প্রথম ইনিংস বেশি দূর এগোতে দেয়নি তারা। বোলিংয়ে আলো ছড়ানোর পর ব্যাট হাতেও ভালো শুরু পায় বাংলাদেশ। বে ওভালে প্রথম দিনে ৮৭.৩ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৫৮ রান করেছিল নিউজিল্যান্ড। আজ (রোববার) তাদের বাকি ৫ উইকেট ফেলতে ২০.৪ ওভার খরচ করেছে বাংলাদেশ। আগেরদিনের স্কোরের সঙ্গে আরও ৭০ রান যোগ করে ৩২৮ রানে অলআউট হয় কিউইরা। জবাবে ব্যাট করতে নেমে দলীয় ৪৩ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। ৫৫ বলে ২২ রান করে নেইল ওয়াগনারের উইকেটে পরিণত হন সাদমান ইসলাম। এরপর মাহমুদুল হাসান জয়কে নিয়ে ইনিংস লম্বা করছেন নাজমুল হোসেন শান্ত। ৪৬ ওভার শেষে ১ উইকেট হারিয়ে টাইগারদের সংগ্রহ ১১১ রান। দুই ব্যাটার জয়-শান্ত উভয়েই রয়েছেন ফিফটির পথে।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *